ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

অবৈধ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা

আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০১:০৮ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের পাশাপাশি কাজ করছেন ভারতসহ বেশ কয়েকটি দেশের বহু সংখ্যক নাগরিক। বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে অবৈধভাবে বসবাসরত এসব ভিনদেশি নাগরিকদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। দ্রুত সময়ের মধ্যে তাদের বৈধতা অর্জনের তাগিদ দিয়ে জরুরি এক সতর্কবার্তা জারি করা হয়েছে।  

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। 

বিজ্ঞাপন

সরকারের এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |