ঢাকাThursday, 29 May 2025, 15 Jyoishţho 1432

পরিবারবিচ্ছিন্ন শিশুদের নাম চাইলো মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ০৮ জুলাই ২০১৮ , ১২:১৮ পিএম


loading/img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতি মেনে শরণার্থী শিশুদের আলাদা করে দেয়া হয়েছিল। সমালোচনার মুখে পড়ে পিছু হটেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়ার এক বিচারক নির্দেশ দিয়েছেন, এক রাতের মধ্যে পরিবার থেকে আলাদা হওয়া পাঁচ বছরের নিচে সব শিশুর নামের তালিকা জমা দিতে হবে আদালতের কাছে। খবর আনন্দবাজার, পলিটিকোর।

বিজ্ঞাপন

এর আগে ২৬ জুন বিচারক ডেনা সাবরো নির্দেশ দিয়েছিলেন, ১৪ দিনের মধ্যে পাঁচ বছরের নিচে সব শিশুকে ফেরাতে হবে। তবে ওই শিশুদের চেয়ে বয়স যাদের বেশি তাদের ৩০ দিন বরাদ্দ করে দিয়েছিলেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : থাইল্যান্ডে ফুটবল টিমকে উদ্ধার অভিযান শুরু
--------------------------------------------------------

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন তখন আর একটু সময় চেয়েছিল। শুক্রবার সরকার জানিয়েছে, বেশ কয়েকশ’ শিশুকে মা-বাবাদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। কিন্তু বাকি আছে আরও অনেক। পরিস্থিতি এমন হয়েছে যে, ডিএনএ পরীক্ষা করে মা-বাবা খুঁজতে হচ্ছে।

স্বাস্থ্য ও মানবাধিকার সংক্রান্ত দপ্তরের সেক্রেটারি অ্যালেক্স আজার বলেছেন, পরিবার থেকে আলাদা আড়াই হাজার শিশু ছাড়াও বহু কম বয়সী ব্যক্তি আটক রয়েছে। পরিস্থিতি সামলাতে সময় লাগছে।

এদিকে বিচারক সাবরোর আদেশ অনুযায়ী আগামী ২৬ জুলাইয়ের মধ্যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এসব শিশু ও বাবা-মাকে এক করতে হবে। কিন্তু এতো কম সময়ের মধ্যে সেটা হয়তো সম্ভব হবে না।

বিজ্ঞাপন
Advertisement

আরও পড়ুন :

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |