ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নাসিক নির্বাচন

সেনা মোতায়েনের সিদ্ধান্ত ১৪ ডিসেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬ , ০৯:২০ পিএম


loading/img

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সে ব্যাপারে ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। জানালেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

বিজ্ঞাপন

শনিবার চাঁদপুরের ব্যক্তিগত সফরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শাহনেওয়াজ বলেন, ওই দিন বৈঠকের ওপরই নির্ভর করবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

এর আগে ২২ নভেম্বর অবাধ ও নিরপেক্ষ ভোট দানের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায় বিএনপি। দলের পক্ষে এ দাবি জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেদিন তিনি বলেন, নারায়ণগঞ্জ গডফাদারদের এলাকা। সেখানে শাসক দলের উদ্ধত, বেপরোয়া ক্যাডারদের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিস্তেজ হয়ে পড়ে অথবা তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) অভ্যন্তরে শাসকদলের সমর্থিত কর্মকর্তাদের নির্বাচনী কাজে লাগানো হয়। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা দরকার।

কে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |