ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে দুই হোটেলে পচা-বাসি খাবার, জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ১০ মে ২০১৯ , ০৫:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের জিইসি মোড়ের হোটেল জামান ও বাসমতিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান এবং তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

তাহমিলুর রহমান বলেন, বাসমতি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দেখা যায়, সাত–আটটি ফ্রিজের ভিতরে পচা-বাসি খাবার এক সাথে রাখা আছে। এছাড়া সাত-আট দিনের পুরোনো মুরগির রোস্টও পাওয়া গেছে রেস্টুরেন্টটিতে। ফ্রিজগুলোতে সবধরনের খাবারই রান্না করা অবস্থায় পাওয়া গেছে। এ কারণে বাসমতিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেল জামানেও পঁচা-বাসি খাবার পাওয়া গেছে। যে কারণে হোটেলটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ যাতে স্বাস্থ্যসম্মত ইফতার পায় সেজন্যই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জামান ও বাসমতিতে যে অবস্থা দেখা গেছে তা দুঃখজনক এবং রোজদারদের জন্য দুঃসংবাদ বলা যায়। সামনে দিয়ে পরিপাটি হোটেলের ভিতরে এরকম কদাকার অবস্থা থাকতে পারে, তা বাস্তবে না দেখলে বোঝার উপায় নেই।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |