ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় মন্দিরে প্রার্থনা

আরটিভি নিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ১২:২৯ পিএম


loading/img
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রফেসর ড. অলোক কুমার পালসহ অন্যান্যরা

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দ্রুত আরোগ্য কামনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মাতৃ মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত ওই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. অলোক কুমার পাল, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রার্থনা সভায় এ কৃষিবিদের বিভিন্ন অবদান স্মরণ করে প্রফেসর ড. অলোক কুমার পাল বলেন, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের রূপকার আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তার আশু রোগমুক্তি কামনা করছি আমরা। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন সেই প্রার্থনা করি।’   

বিজ্ঞাপন

গত মঙ্গলবার করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

বড় কোনও সমস্যা না হলেও ডাক্তারদের পরামর্শে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই দলীয়  নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছিলেন বাহাউদ্দিন নাছিম।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |