বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগ তথা সরকারের কোনো দূরত্ব নেই। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ক্লাবস-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের সঙ্গে যে নির্বাহী বিভাগের কোনো দূরত্ব নেই প্রধান বিচারপতির বক্তব্যেই তা স্পষ্ট হয়েছে। তিনি বুধবার পরিষ্কারভাবে বলেছেন বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নাই।
এর আগে বুধবার বগুড়ার এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমি অনেক আশা নিয়ে বিচার বিভাগকে ডিজিটালাইজড করে ঢেলে সাজানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সরকারের মধ্য থেকেই প্রতিবন্ধকতা ও বাধা আসছে।
প্রধান বিচারপতি বলেন, যেখানে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছেন, সেখানে আইন মন্ত্রণালয় চিঠি দিয়ে বলছে সেটা সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন কিন্তু কেন? প্রধানমন্ত্রীকেও ভুল বোঝানো হচ্ছে। পদে পদে বাধা দিয়ে বিচার বিভাগকে ভাঙার চেষ্টা করা হচ্ছে।
ওইদিন সচিবালয়ে আইনমন্ত্রী বলেছিলেন, প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। যেসব বক্তব্য তিনি দিয়েছেন গণমাধ্যম সেটার বিচার করবে। আমার যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমি সেটা তার সামনেই দেবো।
এইচটি/ এমকে