জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা এবং রিয়েলমি যৌথ উদ্যোগে বিশেষ সংস্করণের স্মার্টফোন বাজারে আনছে। সম্প্রতি কোকাকোলা ফোনের একটি ছবিও প্রকাশ হয়েছে এবং সেখানে রিয়ার প্যানেলে পানীয় কোম্পানিটির জনপ্রিয় লোগোও দেখা যাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোয় খাদ্য ও পানীয় খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে নিজেদের নাম যুক্ত করছে।
২০১৭ সালে বিশেষভাবে ব্র্যান্ড করা হুয়াওয়ে ফোনের মাধ্যমে এই প্রচেষ্টা চালিয়েছিল শীর্ষস্থানীয় ফাস্টফুড চেন ‘কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)’। আর এতে কোম্পানির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের ছবিও ছিল।
এদিকে টিপস্টার মুকুল শর্মা টুইটারে, কোকাকোলা ব্র্যান্ডিংসহ একটি নতুন ফোনের রেন্ডার শেয়ার করেছেন। তিনি বলেছেন যে, এই হ্যান্ডসেটটি সফট ড্রিংক নির্মাতা এবং একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডের যৌথ উদ্যোগের ফসল হবে। যদিও টিপস্টার ব্র্যান্ডের নাম প্রকাশ করেননি, তবে রেন্ডারে দেখতে পাওয়া ডিভাইসটির ডিজাইন রিয়েলমির (Realme)-দিকেই নির্দেশ করছে।
রেন্ডারে স্মার্টফোনটির রিয়ার প্যানেলের ডানদিকে একটি কোকাকোলা লোগোসহ একটি চমকপ্রদ ডিজাইন রয়েছে। হ্যান্ডসেটটির রং লাল, যা পানীয় কোম্পানির থিমের সঙ্গে মিলে যায়। ব্যাক প্যানেলে দুটি বৃত্তাকার রিং দেখা যায়, যার মধ্যে ডুয়েল ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনটির ডানদিকে ভলিউম বাটন অবস্থান করছে এবং এতে রাউন্ডেড এজ দেখা যাবে।
ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ফোনটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।