সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের বনভোজন 

সৌদি আরব প্রতিনিধি

সোমবার, ২০ নভেম্বর ২০২৩ , ০২:২৭ পিএম


সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের বনভোজন 

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানী রিয়াদ শহর থেকে প্রায় একশ কিলোমিটার দূরে উপশহর আল খারিজে অনুষ্ঠিত হয় এ বনভোজন।  

বিজ্ঞাপন

প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল হিসেবে পরিচিত আল খারিজে সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত বনভোজনে অংশ নেন রিয়াদের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।  

প্রবাসে কর্মব্যস্ত জীবনের ফাঁকে বনভোজনের নামে একটি দিনকে নিজেদের করে নিতে প্রবাসীদের সাথে সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামে আয়োজন করে তাদের দ্বিতীয় বার্ষিক বনভোজন। 
 
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের সৌদিআরব প্রতিনিধি মোঃ রুস্তম খাঁনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ফোরামের সভাপতি ও আরটিভির সৌদি আরব ব্যুরো চীফ আবুল বশির অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান। 
 
শীতের আমেজকে আমন্ত্রণ জানিয়ে শুরুতেই এ অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। চোখ বেঁধে হাড়িভাঙ্গা, চেয়ার খেলা, বেলুন ফুটানোসহ গ্রাম বাংলার নানান খেলায় অংশ নিয়ে প্রবাসীরা ক্ষনিকের জন্য ফিরে যান নিজেদের শৈশব-কৈশোরে। 
 
সামাজিক সংগঠন হাঁসির উদ্যোক্তা মোসলেহ্ উদ্দিন মুন্নার সহযোগিতায় এ অনুষ্ঠিত বনভোজনের এ উৎসবে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামকে সার্বিক সহযোগিতা করেন রিয়াদে বাঙালি খাবারের খ্যাতনামা প্রতিষ্ঠান ফুড হাউজ ও প্রিমিয়াম সুইটস-এর স্বত্বাধিকারী মীর রাসেল সুজন। 
 
এছাড়া সহযোগিতা করেন সৌদি আরবে বাংলাদেশিদের স্বাস্থ্যসেবার অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিএসসি গ্রুপ ও সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন ও বাংলাদেশী প্রতিষ্ঠান একে ফুডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম। 
 
সহযোগিতায় আরও ছিলেন বাংলাদেশি প্রতিষ্ঠান দিনা সুপার মার্কেটের পরিচালক মোঃ জাহাঙ্গীর আালম হাওলাদার, সৌদি আরবের রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান ফাওরি ব্যাংকের মার্কেটিং ম্যানেজার মাছুম বিল্লাহ্, সৌদি টেলিযোগাযোগ খাতের অন্যতম প্রতিষ্ঠান ফ্রেন্ডি সিম, ফ্রেন্ডি পে ও প্রবাসী সেবাকেন্দ্র।
 
আলোচনা পর্বে প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের যৌথ পরিচালনায়, বনভোজনে অংশ নেয়া অতিথিরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে তাদের মতামত ব্যক্ত করেন। 
 
এ পর্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, প্রবাসী কুমিল্লা জেলা সোসাইটির সভাপতি ও সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী আলহাজ নুরুল ইসলাম, কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউল করিম মিলন, বাংলাদেশ বিমানের রিয়াদ রিজিওনাল ম্যানেজার আল মামুন ফারুক ও সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এমআর মাহবুব, চিকিৎসক ডাঃ বাপ্পী। 
 
আরও বক্তব্য দেন সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ জলিল রাজা, রাজনৈতিক ব্যক্তিত্ব ফারুক, রাজনৈতিক ব্যক্তিত্ব আলিনুর ইসলাম রনি, আল খারিজ প্রদেশ রাজনৈতিক ব্যক্তিত্ব জিয়া উদ্দিন বাবলু, রাজনৈতিক ব্যক্তিত্ব মোরশেদ আলম, আল খারিজ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সংগঠক ইমাম হোসেন ও আল খারিজ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সংগঠক মোহাম্মদ সেলিম। 
 
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী পেয়ার আহমেদ ভূইয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব বাবু নন্দ লাল সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী বাবুল দাস, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল-গাসিম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এব প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব জামাল উদ্দিন জামালী এ পর্বে বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন কবি সাহিত্যিক ও সাংবাদিক শাজাহান চঞ্চল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা শাখা) শিক্ষক খাদেমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ময়নামতি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক জামিরুল ইসলাম, মেডিনোভা মেডিকেলের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নূর আলম দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী হোসেন, ফেনী প্রবাসী ফোরাম সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব কামাল হোসেন পাটোয়ারী প্রমুখ। 
 

অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে আরও ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব জামাল হোসেন, হাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক আজহার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন ভুইয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক এনামুল হক ভুইয়াসহ প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission