• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ডেমরা থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৪, ২১:৩০
প্রেসক্লাব

আগামী দুই বছরের জন্য ডেমরা থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য সিনিয়র সাংবাদিক এম আই ফারুক। জাতীয় দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাবুকে করা হয় সাধারণ সম্পাদক। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সদস্য এনামুল হক এনা।

কার্যকরি কমিটিতে রয়েছে ২১ জন সাংবাদিক। তারা সবাই দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত। সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন মাসুদ, সহসভাপতি পদে ফারুক আহমেদ সুজন, মো. আরিফুর রহমান সুমন ও মো. টিপু সুলতান।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহম্মেদ, সহসাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, সহসাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মো.পাথর আহমেদ, দপ্তর সম্পাদক করা হয়েছে মো. পারভেজ বিন হাসানকে।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম নাসিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসির মিয়া, সংস্কৃতিবিষয়ক সম্পাদক এম রিয়াজুল ইসলাম রিয়াজ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এস কে রোমা, শিক্ষা ও যুববিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো. বিল্লাহ হোসেন।

এ ছাড়া ডেমরা থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মো. আশিকুর রহমান, মো. জহিরুল ইসলাম বাবু, মো. সাইফুল ইসলাম। আর সাধারণ সদস্য হিসেবে রয়েছেন এইচ এম জাকির হোসাইন।

সব মিলিয়ে ২১ জনের চূড়ান্ত কমিটি ঘোষণা করেছে সংগঠনটির নীতি নির্ধারকরা। হাতে হাত রেখে ক্লাবের উন্নয়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির পদপ্রাপ্তরা।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ডেমরার প্রথম সাংবাদিক সংগঠনটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকতা পুরস্কার পেলেন ৬ সাংবাদিক
মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের