আসন না পেয়ে ফ্লোরে সাংবাদিকরা, ভিডিও করলেন জামাল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৭:৫৯ পিএম


উপচেপড়া ভিড়ে ফ্লোরে বসে সাংবাদিকরা, অবাক হয়ে ভিডিও করলেন জামাল
বাফুফের সংবাদ সম্মেলনে সংবাদিকরা। ছবি: আরটিভি

এইতো সেদিনের কথা বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ হলে স্টেডিয়ামের বেশিরভাগ গ্যালারিই ফাঁকা থাকতো। প্রেস বক্সেও তেমন ভিড় দেখা যেতো না সাংবাদিকদের। তবে এক হামজা জাদুতে যেন সবকিছু বদলে গিয়েছে। বাংলাদেশ ম্যাচের টিকিটের জন্য হাহাকার করছে দর্শকরা। সেই সঙ্গে সংবাদ সম্মেলনেও উপচেপড়া ভিড়, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) ভুটান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও জামাল ভূঁইয়া।

সংবাদ সম্মেলন কক্ষে ঢুকতেই সাংবাদিকদের উপস্থিতি দেখে চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা জামালের। নির্ধারিত স্থানে বসার পর ফোনটা বের করেই ভিডিও করতে লাগলেন।

বিজ্ঞাপন

এদিন জামালকে প্রশ্ন করা হয় এরকম সংবাদ সম্মেলন এর আগে কখন দেখেছেন কিনা। জবাবে তিনি বলেন, ‘না’ এরকম দেখিনি। খুবই অবাক হয়েছি।

জামালের মতো সাংবাদিকদের উপস্থিতি দেখে অবাক হয়েছে ভুটানের কোচ ও অধিনায়ক। তাদের সঙ্গে থাকা ভুটান দলের এক সহকারীকে সাংবাদিকদের ছবি ও ভিডিও করতে দেখা যায়।

বাফুফে ভবনের সংবাদ সম্মেলন কক্ষে ক্যামেরাম্যান ও রিপোর্টার মিলিয়ে প্রায় দেড়শো মানুষ উপস্থিত হয়েছিলেন। অল্প কয়েকজন বসার সুযোগ পেলেও বাকিরা দাঁড়িয়ে ও ফ্লোরে বসে সংবাদ সম্মেলন কাভার করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রীতি ম্যাচে আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission