ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সিঙ্গাপুরে শীর্ষ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি প্রবাসীর আবেগঘন মুহূর্ত ভাইরাল (ভিডিও)

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ , ১২:৫৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সোনা মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি এখন দেশ-বিদেশের সংবাদমাধ্যমে শিরোনাম। প্রিয় কোম্পানি ছেড়ে আসার সময় তিনি কোম্পানিটির শীর্ষ কর্মকর্তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন, আবেগঘন ওই মুহূর্তের ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জানুয়ারি) বিদায়ী অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন সোনা মিয়ার একজন সহকর্মী। ক্যাপশনে তিনি লিখেছেন যে, সোনা মিয়া ৩২ বছর সিঙ্গাপুরে থাকার পর এসওয়াইসি-তে কাজ করার ২৭ বছর স্মরণে এই বিদায়ী অনুষ্ঠান।

জানা যায়, ৬০ বছরের সোনা মিয়া সংসার চালাতে দীর্ঘ ৩২ বছর কাজ করেছেন সিঙ্গাপুরে। এর মধ্যে ২৭ বছর ধরে তিনি কাজ করেছে এসওয়াইসি (SYC) কোম্পানিতে। বহু বছর সেখানে কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে পরিবারের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই তার কোম্পানি তার জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে অন্যান্য সহকর্মীদের মধ্যে কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় সোনা মিয়ার সহকর্মীরা তার অক্লান্ত পরিশ্রমের জন্য প্রশংসা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে সময় এসওয়াইসি কোম্পানিটির একজন শীর্ষ কর্মকর্তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন এবং তার বসও তাকে জড়িয়ে ধরেন। সোনা মিয়ার মতো তাকেও অশ্রুশিক্ত হতে দেখা গেছে। 

বিজ্ঞাপন

নেটিজেনদের অনেকেই এসওয়াইসি’র কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এর প্রচেষ্টার প্রশংসা করেছেন। কোম্পানিগুলোর তাদের কর্মীদের, বিশেষ করে বিদেশি এবং দীর্ঘ সময়ের কর্মীদের সঙ্গে এভাবেই ব্যবহার করা উচিত বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা। 

অনুষ্ঠানে সোনা মিয়ার সময়কে স্মরণ করার জন্য এসওয়াইসি'র কর্তারা তাকে আন্তরিক বিদায়ী অনুষ্ঠানের পাশাপাশি একটি সোনার চেইন এবং বোনাসসহ অন্যান্য অনেক কিছু উপহার দিয়েছিলেন।

বিজ্ঞাপন

ভিডিওটি দেখতে ক্লিক করুণ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |