• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

প্রতি বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৫ হাজার নারী

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ২১:৫২
ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭ হাজার ৫০০ নারী এই রোগে প্রাণ হারান। সামাজিক বাধা এবং সচেতনতার অভাবে অধিকাংশ নারী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে অক্ষম হন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে (সেগুনবাগিচা অডিটোরিয়ামে) ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ৯টি দপ্তর ও অধিদপ্তরের নারী কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭ হাজার ৫০০ নারী এই রোগে প্রাণ হারান। সামাজিক বাধা এবং সচেতনতার অভাবে অধিকাংশ নারী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে অক্ষম হন। এই বাস্তবতায়, সেমিনারে প্রধান বক্তা, স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা (ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, NICRH), নারীদের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, মাসিকের পরে ২০ বছর বয়স থেকে প্রতি মাসে নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৪০ বছরের পর বছরে একবার ম্যামোগ্রাম করানো স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সেমিনারে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার; উপস্থিত ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন, যুগ্ম সচিব; ফেরদৌসী বেগম, যুগ্ম সচিব এবং প্রধান প্রকৌশলী মীর মনজুরুর রহমান, দপ্তর প্রধান, স্থাপত্য অধিদপ্তর সহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। আমরা নারীর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিপ্লব শুভেচ্ছা স্মারক তুলে দেন।

স্তন ক্যান্সারের লক্ষণসমূহ

• বগল বা স্তনে গাঁটের উপস্থিতি
• স্তনে ফোলা, ব্যথা বা চামড়ার কুঁচকে যাওয়া
• স্তনের আকার পরিবর্তন বা লালচে ভাব
• স্তনের বোঁটা থেকে রস নির্গত হওয়া

আমরা নারীর উদ্যোগ ও সমাজে প্রভাব

‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা, যা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার পরিচালনা করছে। অক্টোবর মাসে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা চলবে নভেম্বর পর্যন্ত। এই উদ্যোগের মাধ্যমে নারীরা প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তকরণ ও প্রতিরোধে সচেতন হতে সক্ষম হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, মিডিয়ার সক্রিয় ভূমিকা আমাদের সচেতনতা কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলছে। ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট, একাত্তর টিভি ও ঢাকা মেইল মিডিয়া পার্টনার হিসেবে এই উদ্যোগে আমাদের পাশে আছে। জনসচেতনতা বৃদ্ধির এই উদ্যোগে আপনারা সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশ করে সহযোগিতা করবেন বলে আশা করছি।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীর মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ডিসি
আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন
নারী সংগ্রামের গল্প নিয়ে ‌‘পিঞ্জিরা’
বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও বোনাস