• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন: উমামা ফাতেমা

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫
আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন: উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

উমামা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীরা হারিয়ে গেছে—এ আলোচনাটা আসে নভেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরেই এ বিষয়ে ভয়েস রেইজ করা দরকার ছিল। কিন্তু, নারীরা অবদমিত হচ্ছে—এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।

তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানাভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আরও বলেন, এ বিষয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু, সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো, আমরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি: ফয়জুল করীম
বকশীগঞ্জে গাঁজা সেবনে বাধা, এক নারীকে কুপিয়ে জখম
শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যা
ভাষার মাস ফেব্রুয়ারি শুরু