রোমানিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রবাসী কল্যাণে অঙ্গীকার
রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ওটিপি বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহনাজ গাজীকে ফুল দিয়ে বরণ করে নিদূতাবাসের শ্রম উইং প্রধান ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মহসিন মিয়া ও দূতাবাসের কর্মকর্তারা।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে শাহনাজ গাজী বুখারেস্টে পৌঁছান। ফুলেল অভ্যর্থনার পর ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত একটি অনানুষ্ঠানিক বৈঠকে রাষ্ট্রদূত রোমানিয়ায় বাংলাদেশের শ্রমবাজার, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশি প্রবাসীদের প্রতি রাষ্ট্রদূতের আগমনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়ার অন্যতম উপদেষ্টা সাইফুল ইসলাম। তিনি তার বার্তায় প্রবাসীদের নাগরিক সেবার মান উন্নয়ন এবং শ্রমবাজার প্রসারে রাষ্ট্রদূতের প্রতি সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, রাষ্ট্রদূত শাহনাজ গাজীর আগমন রোমানিয়ার বাংলাদেশি কমিউনিটিতে নতুন আশার সঞ্চার করেছে বলে। প্রবাসীরা প্রত্যাশা করছেন, তার নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রবাসীদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়িত হবে।
মন্তব্য করুন