নোবিপ্রবি সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ মার্চ ২০২৪ , ০১:৫৭ পিএম


নোবিপ্রবি সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল
ছবি : আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে বিভাগটির প্রায় সকল ব্যাচের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তী উপস্থিত সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।

সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আদনান আহমেদ হাসান বলেন, আমাদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর এটি আমাদের প্রথম প্রোগ্রাম ছিল। সকলের সহযোগিতায় ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক আহাদ রনি বলেন, আজকের ইফতার মাহফিলের মাধ্যমে ঢাকার বুকে নোবিপ্রবির সিএসটিয়ানদের এক অন্যরকম মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল। এখানে সিএসটিইর প্রথম ব্যাচ থেকে শুরু করে আঠারোতম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সব ব্যাচের অংশগ্রহণ ইফতার মাহফিলকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission