• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

বিক্ষোভে আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২৪, ১৩:৫৪
ছবি : আরটিভি

কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে প্রশাসন ভবনের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আন্দোলনকারীরা শহীদ হবিবুর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তখন আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউই ক্যাম্পাস ছেড়ে যাবেন না।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তেজনা বিরাজ করছে রাবি ক্যাম্পাসে। এ অবস্থায় আতঙ্কে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, চলমান কোটা আন্দোলনে গতকাল সারাদেশে ছয়জন নিহত হয়েছে। এতে অনিশ্চয়তায় ভুগছেন তারা। বাড়ি থেকে অভিভাবকরা বারবার ফোন করে হল ছেড়ে বাড়ি চলে যেতে বলছেন। তাই আবাসিক হল ছেড়ে বাড়ি অথবা নিকটাত্মীয়ের বাসায় উঠবেন তারা।

অন্যদিকে, এখনও উত্তেজনা বিরাজ করায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে চলছে ৮ম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 
হিলিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নাম পরিবর্তনে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ