বিক্ষোভে আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুলাই ২০২৪ , ০১:৫৪ পিএম


বিক্ষোভে আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি : আরটিভি

কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। 

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে প্রশাসন ভবনের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। 

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আন্দোলনকারীরা শহীদ হবিবুর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তখন আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউই ক্যাম্পাস ছেড়ে যাবেন না। 

বিজ্ঞাপন

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তেজনা বিরাজ করছে রাবি ক্যাম্পাসে। এ অবস্থায় আতঙ্কে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, চলমান কোটা আন্দোলনে গতকাল সারাদেশে ছয়জন নিহত হয়েছে। এতে অনিশ্চয়তায় ভুগছেন তারা। বাড়ি থেকে অভিভাবকরা বারবার ফোন করে হল ছেড়ে বাড়ি চলে যেতে বলছেন। তাই আবাসিক হল ছেড়ে বাড়ি অথবা নিকটাত্মীয়ের বাসায় উঠবেন তারা।

অন্যদিকে, এখনও উত্তেজনা বিরাজ করায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞাপন

এর আগে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission