মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
বুধবার (২৮ ডিসেম্বর) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। এ ছাড়া ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিট সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোরেল চালু হওয়ায় দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ছাত্র ও তরুণরা অধিক হারে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে।
এর আগে, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়ি মাঠে ফলক উন্মোচনের মধ্য দিয়ে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে মাত্র ১৭ মিনিটে আসেন প্রধানমন্ত্রী।