রাষ্ট্র ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় নিপতিত হয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘পতাকা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, অসাংবিধানিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে সংবিধানকে ব্যক্তির ইচ্ছাধীন করে ফেলেছে। যে কারণে রাষ্ট্র ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় নিপতিত হয়েছে। এ মহাসংকট নিরসনে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য হয়ে পড়েছে।
তিনি বলেন, কোনো একক ব্যক্তি কর্তৃক মুক্তিযুদ্ধের লড়াই সম্পূর্ণ হয়নি। অগণিত মানুষের আত্মত্যাগ ও লড়াইয়ে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে।
জেএসডি সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের প্রতিটি মুহূর্তে পাকিস্তানে বন্দি বঙ্গবন্ধুর নামটিই কোটি বাঙালি ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে। শত্রুশিবিরে বন্দি থেকে মুক্তিযুদ্ধে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন প্রবাসী সরকারই ইতিহাস নির্ধারিত কর্তব্য সম্পাদন করেছে।
আবদুর রব বলেন, জাতিরাষ্ট্র গঠনের পথ-পরিক্রমায় মওলানা ভাসানী, সিরাজুল আলম খান, জিয়াউর রহমানের পাক সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ, কাদেরিয়া বাহিনীসহ যার যা অবদান ও ঐতিহাসিক কর্মকাণ্ড সেটা স্বীকার করতে হবে।