ঢাকা

রওশনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে জাপা : গোলাম মসীহ

আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ০৯:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেছেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। জাপা গণতন্ত্রে বিশ্বাসী নির্বাচনমুখী দল।

বিজ্ঞাপন

রোববার গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সাবেক এই রাষ্ট্রদূত গোলাম মসীহ এসব কথা বলেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। এই সাক্ষাতকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে গোলাম মসীহ বলেন, জাতীয় পার্টিতে কোনো দ্বিধাবিভক্তি নেই। নির্বাচনের জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে অংশ নেবে। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ বাড়াতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সভায় আরও বক্তৃতা করেন জাপার যুগ্ম মহাসচিব রাহগির আলমাহি এরশাদ সাদ, সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ারসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |