ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানি, তারেক রহমানের শোক

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৪:৫৩ এএম


loading/img
ফাইল ছবি

মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) তারেক রহমান তার ফেসবুক ও ইনস্ট্যাগ্রাম আইডিতে দেওয়া পৃথক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন। 

তিনি লিখেন, মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। 

বিজ্ঞাপন

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও লিখেন, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতির দ্রুত পুনঃপূরণের আশা করছে।

প্রসঙ্গত, মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। এ ঘটনায় নিহতের সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ।

বিজ্ঞাপন

এদিকে, ভূমিকম্পে থাইল্যান্ডের ব্যাংককে সরকারি অফিসের নির্মাণাধীন একটি ৩০তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবনধসে পড়ে। এতে সাত জন নিহত এবং ৮১ শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |