ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

আরটিভি নিউজ 

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৩:৪৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বিএনপি। এজন্য তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এ তথ্য জানান তিনি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, আমাদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রের ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলেও এ সময় দাবি করেছেন সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |