ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আ.লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে: সালাহউদ্দিন আহমদ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৭:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং বিরোধীদলের ওপর নিপীড়ন চালাতে দেশটির কাছ থেকে আড়িপাতার যন্ত্র কিনেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি বাহিনীর বর্বর হমলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে র‍্যালি করেছে বিএনপি। র‍্যালিপূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বের কয়েকটি পরাশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে বহু আগেই ফিলিস্তিনে গণহত্যা শুরু হয়েছে। আজ ফিলিস্তিনের মানুষ নিজেদের দেশেই পরবাসী। অথচ মুসলিম বিশ্বের মোড়লদের কার্যকর কোনো ভূমিকা নেই। তারা মুখ খুলছে না, অবস্থান নিচ্ছে না।

বিজ্ঞাপন

গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী আন্দোলন চলছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং গণহত্যা বন্ধের জোর দাবি করছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য সারাবিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |