জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো মুবিনের পাশে তারেক রহমান

আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৯:০২ পিএম


জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো মুবিনের পাশে তারেক রহমান
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টি হারানো মুবিনকে ঈদের শুভেচ্ছা এবং আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম সোমবার (৯ জুন) মুবিনের গ্রামের বাড়ি শরীয়তপুরে গিয়ে এই আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

মুবিন পেশায় একজন কম্পিউটার অপারেটর। জুলাই আন্দোলনে দুই চোখের দৃষ্টি মারাত্মকভাবে ক্ষতি হয় তারা।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৮ জুলাই ছাত্র-জনতার মিছিলে যোগ দিতে গিয়ে পুলিশের ছোড়া গুলি তার বাম চোখের ওপর দিয়ে ঢুকে ডান চোখের পাশ দিয়ে বের হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়া মুবিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজে এবং পরে বেসরকারি ভিশনআই হাসপাতালে তার একাধিক অপারেশন সম্পন্ন হয়।

পিতৃহারা মুবিন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভিশনআই হাসপাতালে তার চিকিৎসায় লক্ষাধিক টাকা ব্যয় হয়। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান না থাকায় বর্তমানে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। 

অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো সহায়তা না পাওয়ার বিষয়টি মুবিন ও তার মা মিডিয়ার সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission