অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হতে পারে সবচেয়ে বড় সংস্কার: প্রিন্স

বুধবার, ১১ জুন ২০২৫ , ১২:১৪ পিএম


অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হতে পারে সবচেয়ে বড় সংস্কার: প্রিন্স
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার হতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই গণ-অভুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের বনপাড়া কলেজ মাঠে ধুরাইল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, সমগ্র জাতি লন্ডনে অন্তর্বর্তী সরকারপ্রধান ও বিএনপির শীর্ষ নেতার বৈঠকের দিকে তাকিয়ে আছে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পরে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, কাউকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছানো হলে জনগণ মেনে নেবে না। নির্বাচন পেছালে দেশ ক্ষতিগ্রস্ত হবে। পুরো জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কৃষক-ক্ষেতমজুর থেকে শিল্পপতি—যার সঙ্গে দেখা হয়, বিস্ময়ভরা চোখে তাদের জিজ্ঞাসা, ভোট কবে? 

জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দ্রুত নির্বাচন এখন জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। তিনি বলেন জাতীয় আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নই হবে সরকার ও রাজনৈতিক দলের একমাত্র দায়িত্ব। পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

বনপাড়া কলেজের প্রিন্সিপাল ডক্টর আহম্মদ আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন, নাসিরাবাদ কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সারওয়ার জাহান, গোলাম মোস্তফা মাস্টার, এমদাদুল হোক মেম্বার প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission