নির্বাচন কমিশন পুনর্গঠনে ফর্মুলা দেয়ার নৈতিক অধিকার বিএনপির নেই। মন্তব্য করলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহবানও জানিয়েছেন হানিফ।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ডুসাক-র আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন মাহবুব উল আলম হানিফ। এসময় তিনি জানান, সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।
ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
এদিকে রাজধানীর গুলিস্তানে একটি হোটেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে কাজ করতে দিক নির্দেশনা সভার আয়োজন করে যুবলীগ। এসময় উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জবাসী নৌকা প্রার্থীকে মেয়র নির্বাচিত করবে মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
এসজেড