প্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে: প্রধানমন্ত্রী (ভিডিও)
প্রযুক্তির অপব্যবহার করে যারা গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ বাহিনীর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময়, পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।
তিনি এসময় বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের আইনি সেবা ও মানবিক আচরণ দিয়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে।
টানা এক বছরের কঠোর অনুশীলন শেষে, দেশ সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর নবীন এই সদস্যরা।
---------------------------------------------------------------
আরো পড়ুন: কলকাতায় গেলে মনে করি, বাংলাদেশেই আছি: তথ্যমন্ত্রী
---------------------------------------------------------------
৩৬তম বিসিএস এর শিক্ষানবিশ ১১৭ জন সহকারী পুলিশ সুপারদের নিয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও সুসজ্জিত পুলিশ বাহিনীর কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে পদক তুলে দেন তিনি।
পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে সন্ত্রাস মাদকসহ সমাজের ক্ষতিকর সকল বিষয়ের বিরুদ্ধে সজাগ থাকতে এ বাহিনীর প্রতি আহ্বান জানান। সেবার মনোভাব নিয়ে কাজ করতে নতুন পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনাও দেন তিনি। দেশের চলমান উন্নয়নযাত্রা ধরে রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পি
মন্তব্য করুন