• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ১২:৪৯
Dhaka North Mayor Atiqul Islam took charge
দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম, ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন মো. আতিকুল ইসলাম। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি।

বুধবার (১৩) বেলা ১২টার দিকে বনানীর ডিএনসিসি নগর ভবনে ছোট পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আতিকুল ইসলামের কাছে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে জয়লাভ করেন মো. আতিকুল ইসলাম। এর আগে ডিএনসিসির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হন আতিকুল। সেই মেয়াদে প্রায় এক বছর মেয়র পদে দায়িত্ব পালন করেন তিনি।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক
ঢাকা উত্তর বিএনপির সভাপতি ও সম্পাদক হওয়ার দৌ‌ড়ে এগি‌য়ে যারা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরি, নেবে ১৫৮ জন
ঢাকা উত্তর সিটিতে আতিক আমলের নিয়োগ বাতিল