ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নবমীর দিনেই দশমীর তিথি, একদিন আগেই ফিরছেন দুর্গা

আরটিভি নিউজ

শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ১০:৪৬ এএম


loading/img
ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। তিথি অনুসারে এবার দশমী পূজাও মহানবমীর দিনেই শনিবার (১২ সেপ্টেম্বর) পড়েছে। ফলে নবমী বিহিত পূজার ক্ষণ শেষ হওয়ার পরই শুরু হয় দশমী বিহিত পূজা ও পরে দর্পণ বিসর্জন। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় থাকছে ভোগ আরতি।

বিজ্ঞাপন

দেবী দুর্গার বিদায়ের সুরে এরইমধ্যে ভারাক্রান্ত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপ। দেবীকে প্রাণ ভরে দেখে নিতে সকাল থেকেই ভিড় রয়েছে ভক্তদের।

নবমীতেই দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে বধ করেছিলেন মহিষাসুরকে। নবমীর সকাল তাই অশুভ শক্তি থেকে মুক্তির সকাল। এদিন সকাল ৬টা থেকে হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে দেওয়া হয় আহুতি।

বিজ্ঞাপন

৮টা ২৬ মিনিটে শুরু হয় দশমী পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে ভক্তদের কাঁদিয়ে একদিন আগেই ঘোটকে চেপে কৈলাসে ফিরবেন দুর্গা। শেষবেলায় তাই দেবীর কাছে সুখ-শান্তি এবং সমৃদ্ধির প্রার্থনা ভক্তকুলের।

আরটিভি/এমএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |