বিসিবি প্রেসিডেন্টস কাপ
প্রথম ম্যাচেই বৃষ্টির বাগড়া
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেটে ফিরতেই বৃষ্টির বাধা। বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে নাজমুল একাদশের বিরুদ্ধে ব্যাট করছিল মাহমুদুল্লাহ একাদশ। খেলা তিন ওভার গড়াতেই বৃষ্টি শুরু হয়।
রোববার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশকে ব্যাট করতে পাঠিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুরে মাহমুদুল্লাহ একাদশের হয়ে ব্যাট হাতে মাঠে নামেন লিটন দাস ও নাঈম শেখ।
অন্যদিকে নাজমুল একাদশের হয়ে তাসকিন আহমেদ দুই ও আল আমিন হোসেন এক ওভার বোলিং করেন।
কোনও উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে যখন যোগ হয়েছে ১৭ রান। তখনই বৃষ্টি শুরু হয়।
৭ বলে ৭ রান করেছেন লিটন ও ১১ বলে খেলে ৯ রান করেন নাঈম শেখ।
ম্যাচটি সরাসরি দেখা যাবে এই লিঙ্কে
মাহমুদুল্লাহ একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ও রাকিবুল হাসান।
মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান,
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, নাইম হাসান ও রিশাদ হোসেন।
আরও পড়ুনঃ
ওয়েলসের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়
ওয়াই
মন্তব্য করুন