আশির দশকের শুরুর দিকে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি কমডোর মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। দীর্ঘ সাত বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বুধবার সকালে। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে।
তিনি ছিলেন সাবেক ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সাবেক রাষ্ট্রদূত এবং জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যানেজার।
ছবি- নাজমুল আমিন কিরণ
১৯৮১-৮২ সালে ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মুজিবুর রহমান। ছিলেন সফল সংগঠক, ছিলেন ক্রিকেটারও। ঢাকা লিগে জিমখানার হয়ে খেলেছিলেন ১৯৫১-৫২ মৌসুমে।
ক্রিকেট ক্যারিয়ার শেষে ১৯৫৭ সালে যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে। স্বাধীনতা যুদ্ধের পর দেশে ফিরেন ক্রিকেট সংগঠকের ভূমিকায়। ১৯৭৬-৭৭ বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে সফর করেন কানাডায়। এই দায়িত্বে ছিলেন ১৯৭৯ সাল পর্যন্ত। এরপর দায়িত্ব নেন ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে।
এমআর/