ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শারজায় ১২৮ রানের লক্ষ্যে নেমে ১০ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় তুলে নেয় এউইন মরগ্যানের দল।
গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে খেলতে দেখা যায়নি। এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্সের অধিনায়ক।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
অধিনায়ক ঋষভ পন্থ ও স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৩৯ রান। শিখর ধাওয়ানের ২৪ ছাড়া কেউ দুই অঙ্কে তুলতে পারেনি।
কলকাতার জার্সিতে সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার ও লকি ফার্গুসন দুটি করে উইকেট তুলে নেন। একটি উইকেট আদায় করেন টিম সাউদি।
জবাবে ব্যাট করতে নেমে দুটি করে চার ও ছয় মেরে ২৭ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন নীতীশ রানা। আবেশ খান ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন।
শুভম গিল ৩০, আইয়ার ১৪, রাহুল ত্রিপাটি ৯, মরগ্যান শূন্য, দিনেশ কার্তিক ১২, ও ৩ রান তুলেন টিম সাউদি। এছাড়া নারিনের ব্যাট থেকে আসে ২১ রান।
রানার সঙ্গে কোনও বল না খেলেই অপরাজিত ছিলেন লকি ফার্গুসন।
এই জয়ে ১১ ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট দাঁড়াল ১০। সমান ম্যাচে ১৬ পয়েন্টেই রইল দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস।
বলের পর ব্যাট হাতে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন সুনীল নারিন।
স্থগিত হওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব আরব আমিরাতে শুরু হওয়ার পর মাঠে দেখা যায়নি সাকিবকে। আগামী ১ ও ৩ অক্টোবর লিগ পর্বের বাকি দুই ম্যাচে নামবে কলকাতা।
ওয়াই