ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আইপিএল থেকে নাম সরিয়ে নিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রুক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০২:৫০ পিএম


loading/img
ছবি: এএফপি

সব ঠিক থাকলে আগামী ২২ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের। তবে আসর শুরুর ১১ দিন আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন হ্যারি ব্রুক। যার ফলে ভারতে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়েছেন এই তরুণ ইংলিশ ব্যাটার।

বিজ্ঞাপন

কারণ, আইপিএলের নতুন নিয়ম অনুসারে কোনো প্লেয়ার নিলামে নাম দিয়ে দল পেয়েও নিজেকে সরিয়ে নিলে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হবেন। পরের দুই মৌসুমের জন্য নিলামে নাম দেওয়া থেকেও বিরত থাকতে হবে। 

তবে ইনজুরি বা মেডিক্যাল কন্ডিশনের কারণে সরে দাঁড়ালে সেই নিয়ম প্রযোজ্য হবে না। ইংল্যান্ডের হ্যারি ব্রুকের শেষের দুটির কিছুই হয়নি। তবুও এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, খেলবেন না দিল্লি ক্যাপিটালসের হয়ে। তাই নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত আসরেও দল পেয়েছিলেন তিনি। পরে নিজেকে সরিয়ে নেন এই ইংলিশ ব্যাটার। এবারও একই পথে হেঁটেছেন তিনি। নিলামে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে টেনেছিল হ্যারি ব্রুককে। 

এর আগে, গত আসরে একই দল তাকে কিনেছিল ৪ কোটি রুপিতে। পরে দাদির মৃত্যুকে কারণ দেখিয়ে সে আসরে খেলেননি তিনি। আর এবার কারণ হিসেবে সামনে এনেছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি।

আরও পড়ুন

মূলত, চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। গুঞ্জন আছে, ইংলিশদের নতুন অধিনায়ক হতে এগিয়ে রয়েছেন হ্যারি ব্রুক। এর মাঝেই আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়াতে সন্দেহ আরও বেড়েছে।

আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুক বলেন, ইংল্যান্ডের ক্রিকেটের জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ সময়। আসন্ন সিরিজকে সামনে রেখে আমি জাতীয় দলের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চাই। তার আগে বিশ্রাম নিয়ে আমার উদ্যোমে ফিরে পেতে হবে।

তিনি আরও বলেন, জানি সবাই বুঝবে না, সেটা আশাও করি না। আমি যা সঠিক মনে করি তাই করতে হবে। জাতীয় দলের হয়ে খেলাই আমার জন্য অগ্রাধিকার এবং সেদিকেই ফোকাস।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |