ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দেশকে সবসময় তুমি প্রাধান্য দিয়েছো, সাকিবকে শিশির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ অক্টোবর ২০২১ , ০১:১৬ পিএম


t20 world cup, shakib al hasan, umme ahmed shishir, rtv online
ছবি- শিশিরের টাইমলাইন থেকে

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টুর্নামেন্টে বাংলাদেশের সবশেষ পাঁচটি জয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। এমন পোস্ট করেছে ক্রিকেট সংশ্লিষ্ট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ওই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির।

বিজ্ঞাপন

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৪ রান ও ১টি উইকেট তুলে নেন। একই আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানে অপরাজিত ইনিংস খেলেন। বল হাতে নেন দুটি উইকেট। আফগানিস্তানের ৫১ রান ও পাঁচটি উইকেট নেন। 

সব শেষ মঙ্গলবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৪২ রান ও বল হাতে তিনটি উইকেট আদায় করেন বাংলাদেশের পোস্টার বয়। এতে ২৬ রানের জয় তুলে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে টিকে রইল লাল-সবুজরা।

বিজ্ঞাপন

এমন পারফরমেন্সের পর ক্রিকইনফো প্রশ্ন রেখেছে, ‘সাকিব কি সাদা বলের অলরাউন্ডারদের মধ্যে গ্রেটেস্ট অব অল টাইম?’

শিশির ফেসবুকে লিখেছেন, ‘এগুলো শুধু মাইলস্টোন নয়, নিবেদন ও দায়িত্বশীলতার ফল। তোমাকে নিয়ে যতই সমালোচনা হোক, পরিস্থিতি জটিল থাকলেও তুমি কখনও পিছপা হওনি। দেশকে সবসময় তুমি প্রাধান্য দিয়েছো। তোমার লক্ষ্য ধনুকের ন্যায় সোজা।’

এদিকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রথম রাউন্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ নবাগত পাপুয়া নিউগিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। এই ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেলে গ্রুপে এগিয়ে থাকবে মাহমুদ উল্লাহ নেতৃত্বাধীন দলটি। রাত আটটায় ওমানের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। এই ম্যাচের ওপর নির্ভর করবে ‘বি’ গ্রুপের সুপার টুয়েলভ তথা মূল পর্বের ভাগ্য।

বিজ্ঞাপন

ওয়াই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |