ঢাকা

৬ গোলে পেরুকে উড়িয়ে সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ জুলাই ২০২২ , ১০:৫৬ এএম


loading/img

নারী কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে কোয়ার্টার ফাইনালে পেরুকে ৬-০ ব্যবধানে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পা রাখল ব্রাজিলিয়ানরা। একটি করে গোল করেছেন দুদা, সাম্পাইও, গেয়েসে, সান্তোস, পালেরমো, আদ্রিয়ানা।

নারী কোপা আমেরিকার চলতি আসরে দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল। গ্রুপ ‘বি’-তে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি। তারা প্রথম ম্যাচে ৪-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় ৩-০ গোলে। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করে ৪-০ গোলের বড় ব্যবধানে।

বিজ্ঞাপন

অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফ্লোরেন্সিয়ার পা থেকে এসেছে গোলটি। ফলে বি গ্রুপের রানার্স আপ হিসেবে সেমি নিশ্চিত করেছে আকাশী-সাদারা। ম্যাচ দুটি  শুরু হয় বাংলাদেশ সময় ভোর ৬টায়।

আগামী ২৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টাইনরা। ২৬ জুলাই অপর সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

বিজ্ঞাপন
Advertisement

৩০ জুলাই ফাইনালে শিরোপার জন্য মাঠে নামবে সেরা দুই দল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |