ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) টটেনহাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়েছে রোমা।
নিউ জার্সিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোমা। এর ফলও হাতেনাতে পায় তারা। ১৩ মিনিটে ডিয়েগো পেরোত্তির পেনাল্টি থেকে লিড নেয় ইতালিয়ান ক্লাবটি।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় টটেনহাম। ফলে খেলা আরো জমে ওঠে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলে। প্রথমার্ধে বেশ ক’বার করে দু’দল সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ করতে পারেনি কেউই।এতে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় রোমা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ক্ষুরধার আক্রমণ চালায় রোম ভিত্তিক দলটি। এর ফল হিসেবে ৭০ মিনিটে সেনগিজ আন্ডারের গোলে ২-০তে এগিয়ে যায় লা ম্যাজিকারা।
অবশ্য আক্রমণে পিছিয়ে ছিল না টটেনহাম হটস্পারও। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। তবে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না ইংলিশ ক্লাবটি। অবশেষে গোলের দেখা পায় দলটি। ম্যাচের ৭৭ মিনিটে দলের পক্ষে এক গোল শোধ করেন হ্যারি উইংকস।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বসে টটেনহাম। মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে রোমাকে। ৯০ মিনিটে দলকে সমতায় ফেরান ভিনসেন্ট জানসেন। এতে মনে হচ্ছিল, সমতায় শেষ হবে ম্যাচ।
তবে নাটকের তখনো বাকি ছিল। শেষ বাঁশি বাজার ঠিক আগে গোল করে বসেন মার্কো টানমিনেলো। এতে ৩-২ ব্যবধানের জয় নিয়ে আনন্দে মাঠ ছাড়ে ইউসেবিও ডি ফ্রান্সেস্কোর শিষ্যরা।।
ডিএইচ