টটেনহাম হটস্পার থেকে ছাটাই হওয়ার পর আপাতত ইংল্যান্ড অধ্যায় শেষ হলো হোসে মরিনহোর। এবার এএস রোমার দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ‘স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত এই কোচ।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান দলটি। ২০২১-২২ মৌসুমের শুরু থেকে রোমোর ডাগআউট সামলাবেন মরিনহো।
পর্তুগিজ এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে সিরি আ’র দলটি।
বিজ্ঞাপন
ইতালিয়ান লিগে চলতি মৌসুমে সপ্তম স্থানে রয়েছে রোমা। মৌসুম শেষ হতেই বর্তমান কোচ পাওলো ফনসেকার সঙ্গে চুক্তি শেষ হবে রাজধানীর দলটির।
গেল ১৯ এপ্রিল লন্ডনের দল টটেনহাম বরখাস্ত করে মরিনহোকে। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানে কোচ হিসেবে দায়িত্ব পালন করেনে মরিনহো।
ওয়াই