ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ড্র করেই ইউরোপা লিগের ফাইনালে রোমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ মে ২০২৩ , ০৩:৫৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ইউরোপা লিগের ট্রফি জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে হোসে মরিনহোর রোমা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক বায়ার লেভারকুজেনের সঙ্গে ড্র করেছে ইতালিয়ান দলটি। আর প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে রোমা।

এদিন খুব কমই আক্রমণে গেছে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপাধারীরা। এতে স্বাগতিকদের বেশ ভালোভাবেই হতাশ করেছে মরিনহোন শিষ্যরা। 

বিজ্ঞাপন

অন্তত একটি গোল করে সমতায় ফেরাই মূলত স্বাগতিক দলের প্রধান লক্ষ্য ছিল। কিন্তু অতিরিক্ত আট মিনিটসহ পুরো ম্যাচেই নিজেদের রক্ষণকে আগলে রাখতে সক্ষম হয় সফরকারীরা। ফলে আগামী ৩১ মে বুদাপেস্টের ফাইনালে সেভিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রোমা। সেমির আরেক ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

জয়ের পর স্পোর্টস ইতালিয়াকে রোমার অধিনায়ক লরেঞ্জো পেলে গ্রিনি স্কাই বলেন, অনেক বিষয় রয়েছে, যেগুলোতে উন্নতি করতে পারে রোমা, অবশ্যই পারে। তবে ঐক্যবদ্ধ একটি দল হিসেবে আমরা ছোট্ট এ কৃতিত্ব অর্জনে সফল হয়েছি।

এদিকে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করায় রোমার কোচ হোসে মরিনহোর সমালোচনা করেছেন লেভারকুজেনের মিডফিল্ডার কেরেম ডেমিরবে। তার দাবি, পুরস্কারের জন্য এমন উঁচু স্তরের একটি সেমিফাইনালে এ ধরনের খেলা লজ্জার বিষয়। শেষ পর্যন্ত তারা যা করেছে, তা খুবই কুৎসিত।

বিজ্ঞাপন

প্রথম লেগের ১-০ গোলের মামুলি লিড নিয়েই দ্বিতীয় লেগে খেলতে এসেছিল রোমা। প্রথম লেগে ইতালিয় দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন, রোমে জন্ম নেওয়া মিডফিল্ডার এডোয়ার্ডো ভোব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |