ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৬ মিনিটে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন সালাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ , ১২:২৭ পিএম


loading/img

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করার রেকর্ড সৃষ্টি করেছেন মিশরীয় স্ট্রাইকার  মোহামেদ সালাহ। বুধবার রাতে রেঞ্জার্সের মাঠে লিভারপুলের ৭-১ ব্যবধানের জয়ে রেকর্ডটি গড়েন তিনি।

বিজ্ঞাপন

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ম্যাচের ৬৮তম মিনিটে ডারউইন নুনেজের বদলি হিসেবে সালাহকে নামান। মাঠে নেমেই  ক্ষেপে উঠেন মিশরীয় স্ট্রাইকার। সাত মিনিট পর পেলেন প্রথম গোলের দেখা।

ম্যাচের ৭৫তম মিনিটে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে কঠিন এক কোণ থেকে বল জালে পাঠিয়ে স্কোরশিটে নাম লেখান সালাহ। মিনিট পাঁচেক পর অর্থাৎ ম্যাচের ৮০তম মিনিটে ডিফেন্ডারদের মধ্যে আটকে পড়েও বাঁ পায়ের দারুণ শটে দ্বিতীয় গোল করেন সালাহ।  আর এক মিনিট পরে বাঁ পায়ের বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন এই মিশরীয়। এতেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক করে ফেলেন তিনি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের হয়ে এই নিয়ে তার গোল হলো ৩৮টি। প্রতিযোগিতাটিতে কোনো একটি ইংলিশ ক্লাবের হয়ে যা সর্বোচ্চ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |