শীর্ষে থেকেই বছর শেষ করল লিভারপুল
আর্নে স্লটের হাত ধরে বছরের শেষটাকেও রাঙিয়েছে লিভারপুল। তার পরিকল্পনাতেই আস্থা। শেষ ম্যাচেও লিভারপুলের জয়রথ ছিল চাঙা। বছরের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিজয়ীর হাসি হেসেছে লিভারপুল। ইউর্গেন ক্লপের বিদায়ের পরও ঘুরে দাঁড়িয়েছে অলরেডরা। এই জয়ে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেল আর্না স্লটের দল।
রোববার (২৯ ডিসেম্বর) ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে পাত্তাই দেয়নি লিভারপুল। শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলতে থাকে স্লটের শিষ্যরা। ম্যাচের প্রথম সুযোগ পায় ওয়েস্ট হ্যাম, খেলার ষষ্ঠ মিনিটে। কিন্তু জ্যারড বোয়েনের পাসে বল পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস পাকেতা। সপ্তম মিনিটে সালাহকে গোলবঞ্চিত করেন হ্যামার্সদের গোলরক্ষক। এ ছাড়া ১৬তম মিনিটে কার্টিস জোন্সকে ঠেকিয়ে দেন এই গোল রক্ষকই।
ম্যাচের ৩০তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ডি-বক্সে বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। ৩৮তম মিনিটে বক্সের বাইরে থেকে মোহামেদ কুদুসের শট গোলরক্ষক আলিসনকে পরাস্ত করলেও বল পোস্টে লাগে। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। সালাহর পাস থেকে গোল করেন তিনি।
৪৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সালাহ। জোন্সের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরীয় ফরোয়ার্ড।
৫৩তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন এই ডিফেন্ডার। সালাহর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে ম্যাচের ৮৪তম মিনিটে দলের পঞ্চম গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটা।
এই জয়ের পর ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। লিভারপুলের সমান ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল তিনে ও ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি চারে আছে। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
আরটিভি/এমএম/এস
মন্তব্য করুন