ঢাকা

রাতে এসেই আজ খেলছেন হারিস রউফ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ০২:৩৩ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

সময় যত গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ততই যেন রং পাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের তারকা ক্রিকেটাররাও জাতীয় দলের ডিউটি শেষে যোগ দিচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

বিজ্ঞাপন

 রংপুর রাইডার্সের দলে যোগ দেওয়ার জন্য দিন দুয়েক আগে পাকিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ নওয়াজ দেশে এসেছেন। যদিও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি এই ক্রিকেটারের।

এদিকে নওয়াজ আসার পর আজই প্রথম মাঠে নামছেন। তার সঙ্গে রাতে এসে দিনেই খেলতে নেমে গেছেন আরেক পাকিস্তানি তারকা ক্রিকেটার হারিস রউফ। গতিময় এই ফাস্ট বোলার মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে দেশে এসে পৌঁছেছেন। 

বিজ্ঞাপন

এরপরই দ্রুত দলের সঙ্গে যোগ দেন দেড়শো কিলোমিটার বেগে বল করতে পারা এই পাকিস্তানি পেসার। দলের সঙ্গে যোগ দেওয়ার পরপরই এবার মাঠেও নেমে গেছেন এই অভিজ্ঞ পেসার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে আজকের ম্যাচে রংপুরের জার্সিতে খেলতে নেমেছেন রউফ। এই পেসারকে  জায়গা করে দিতে রংপুরের একাদশে জায়গা হারিয়েছেন দেশি ক্রিকেটার রবিউল হক।

চলতি মৌসুমে বল হাতে দারুণ ছন্দে আছেন রবিউল। ইতোমধ্যে ৭ উইকেট শিকার করে ফেলেছিলেন এই পেসার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |