ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ক্রিকইনফোর বিপিএলসেরা একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:২৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চিটাগং কিংস ও ফরচুন বরিশালের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নেমেছে বিপিএলের ১১তম আসরের। যেখানে চিটাগংকে হারিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে বরিশাল।

বিজ্ঞাপন

এবারের বিপিএলে বিদেশিদের পাশাপাশি লোকাল ক্রিকেটারও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাদের মধ্য থেকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তামিম ইকবাল।

অধিনায়কত্বের পাশাপাশি ওপেনার হিসেবেও রাখা হয়েছে তামিমকে। ফাইনালে ২৯ বলে ৫৪ রান করার পাশাপাশি ৪১৩ রান করেছেন তিনি। তার সঙ্গে রয়েছেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখকে। এই আসরে সবগুলো ম্যাচেই সুযোগ পেয়েছেন তিনি। ৪২ গড়, ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ১৪ ম্যাচে ৫১১ রান করে সবার ওপরে রয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

তিন নম্বরে রাখা হয়েছে জাকির হাসানকে, যিনি ৩৮৬ রান করেছেন। চার নম্বরে রাখা হয়েছে চিটাগং কিংসের বিদেশি তারকা গ্রাহাম ক্লার্ককে। ১৪ ম্যাচে ৪৩১ রান করেছেন তিনি। আর স্লগার হিসেবে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

আরও পড়ুন

অলরাউন্ডার কোটায় জায়গা পেয়েছেন দুই পাকিস্তানি খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। এবারের আসরে ব্যাট হাতে ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন খুশদিলকে। আর সাতে থাকা ফাহিম আশরাফ নিয়েছেন ২০ উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে মেহেদী হাসান মিরাজ (৩৫৫ রান, ১৩ উইকেট) টুর্নামেন্ট সেরা হলেও একাদশে জায়গা পাননি।

ক্রিকইনফোর একাদশে তিন পেসার জায়গা পেয়েছেন। তারা হলেন ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে

সর্বোচ্চ উইকেট শিকার করা তাসকিন আহমেদ। এ ছাড়াও রয়েছে ২০ উইকেট শিকার করা আকিফ জাভেদ ও খালেদ আহমেদ। আর একমাত্র স্পিনার হিসেবে রয়েছে আলিস আল ইসলাম।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ 

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

আরটিভি/এসআর-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |