বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ০৩:৪৬ পিএম


বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। তার আগে নিজেদের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঢাকায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ ৩ সেপ্টেম্বর করা হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে।

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায় আফগানিস্তান। এজন্য বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে চায় তারা। বাংলাদেশে আসার পরেও এটি বাফুফেকে জানিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। সেই দাবি পূরণে ফিফা ও এএফসির কাছে আবেদন করে বাফুফে। 

এএফসি আজ সেই আবেদন মঞ্জুর করায় অনুমোদন দিয়েছে ফিফাও। এ প্রসঙ্গে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘ম্যাচটি ৪ সেপ্টেম্বর হলে ফিফার স্বীকৃতি পাওয়া যেতো না। যে কারণে একদিন এগিয়ে আনা হয়েছে। এরই মধ্যে পুনর্নির্ধারিত শিডিউল অনুমোদন দিয়েছে ফিফা।’

ম্যাচটি একদিন এগিয়ে আসায় আন্তর্জাতিক স্বীকৃতি ঠিক থাকলেও রেটিং কিছুটা কমছে। ফিফা উইন্ডোর মধ্যকার ম্যাচের ফলাফল র‌্যাঙ্কিংয়ে যেভাবে প্রভাব ফেলে উইন্ডোর বাইরের ম্যাচে ততটা পড়ে না। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা হবে।  

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। দুটি ফিফা প্রীতি ম্যাচই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। টি স্পোর্টসের সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। 

এই দুই ম্যাচকে সামনে রেখে ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এরপর গত ২০ আগস্ট থেকে অনুশীলন শুরু করেছে জামাল-জিকোরা। ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান ফুটবল দলও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission