রাত পোহালেই মাঠে নামবে মেসির আর্জেন্টিনা, সরাসরি দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২১ পিএম


আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বজয়ের সেই রেস কাটিয়ে আবারও মাঠে নামছে লে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে লাতিন আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লড়বে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ সেপ্টেম্বর) আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলগত অনুশীলন সম্পন্ন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

আর্জেন্টিনায় সরাসরি এই ম্যাচটি দেখাবে দেশটির টেলিভিশন পাবলিকাতে। ইকুয়েডরে বসবাসকারীরা দেখতে পাবেন টিওয়াইসি স্পোর্টস ইন্টারন্যাশনালে। তবে বাংলাদেশ বা ভারতের কোনো চ্যানেলে সরাসরি এই খেলা দেখাবে না। তবে লাইভ স্ট্রিম অ্যাপ ডিএজেডএনতে (DAZN) সরাসরি দেখা যাবে খেলা। এ ছাড়া ইউটিউবের বিভিন্ন চ্যানেলেও দেখা যাবে।

বিজ্ঞাপন

এদিকে ইন্টার মায়ামিতে দুর্দান্ত ছন্দে থাকা মেসিকে ঘিরেই ইকুয়েডরকে হারানোর পরিকল্পনা সাজিয়েছেন দলটির বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। মেসি ছাড়াও এদিন আর্জেন্টিনার জার্সিতে শুরুর একাদশে মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, ওটামেন্ডি, রদ্রিগো ডি পলের মতো তারকা ফুটবলাররা লড়বেন বলে ধারণা করা হচ্ছে। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলকিপার), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনজালেজ; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission