রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই, দেখে নিন সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১:১০ পিএম


ব্রাজিল-আর্জেন্টিনা
ছবি: এএফপি

জয় দিয়ে চলতি বছরে আন্তর্জাতিক মিশন শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বছরের দ্বিতীয় ম্যাচে একে ওপরের বিপক্ষে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই ম্যাচে জয় পেতে মরিয়া হয়ে আছে ব্রাজিল। কারণ, বিশ্বকাপ বাছাইয়ে সুবিধাজনক অবস্থানে নেই সেলেসাওরা।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) ঘরের মাঠে ভিনিসিয়ুস-রাফিনিয়াদের আমন্ত্রণ জানাবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মাঠে নামার আগেই হুমকি দিয়ে রেখেছেন দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিশ্চিতভাবে জয় দেখছেন তিনি।

সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, নিশ্চিতভাবেই আমরা তাদের হারিয়ে দিবো। হারাবো মানে হারাবোই। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। আমি গোল করতে যাচ্ছি। আমাদের যা আছে সব নিয়েই মাঠে নামবো।

বিজ্ঞাপন

সবশেষ ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা। এরপর আরও চারবার দেখা হলেও জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। তিনটিতে জিতেছে আর্জেন্টিনা, বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপর বিতর্কের মুখে একটি ম্যাচ বাতিলও হয়। এবারও সম্ভব্য সংঘর্ষ নিয়েই আলোচনা করছেন ভক্ত-সমর্থকরা। 

আরও পড়ুন

এর মধ্যেই রাফিনিয়ার এমন আক্রমণাত্মক মন্তব্য। তবে ঘরের মাঠে নামার আগে সমর্থকদের সেই সৌহার্দ্যের কথা মনে করিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। 

তার ভাষ্য, সমর্থকরা যেন এসে আর্জেন্টিনা জাতীয় দলকে উৎসাহিত করে এবং ব্রাজিলের সমর্থকরা তাদের দলকে সমর্থন জানায়। এর চেয়ে বেশি কিছু নয়। আমরা আমাদের খেলা খেলতে চেষ্টা করব, প্রতিপক্ষের মাঠে যতটা সম্ভব আক্রমণাত্মক হতে চাই।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: ম্যাথিউস বেন্তো (গোলরক্ষক), ওয়েসলি, মার্কিউনিয়োস, মুরিলো, গুইলার্মে অ্যারানা, আন্দ্রে, জোয়েলিন্টন, রদ্রিগো গোয়েস, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, কুতি রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, অ্যালেক্সিস-ম্যাক অ্যালিস্টার, থিয়েগো আলমাদা, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission