ঢাকা

শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:১২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই টপ অর্ডারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। তবে মিডল অর্ডারে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 

বিজ্ঞাপন

প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানের মধ্যেই ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক সাকিব আল হাসানের ৮০ ও তাওহিদ হৃদয়ের ৫৪ রানে ম্যাচে ফেরে টাইগাররা। এরপর শেষদিকে লোয়ার অর্ডারের ব্যাটার নাসুম আহমেদের ৪৪ ও শেখ মাহেদি হাসানের ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে টাইগাররা। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিং ব্যাট করতে নামেন লিটন দাস ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেও ব্যর্থ হন বাংলাদেশের ওপেনাররা।

বিজ্ঞাপন

দলীয় ১৫ রানের মধ্যেই দুই ব্যাটারকেই ফেরান ভারতীয় বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারেই লিটনকে হারিয়ে ফেলে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ভারতীয় পেসার মোহাম্মদ শামির শিকার হন তিনি। ডানহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন।

পরের ওভারে শার্দুল ঠাকুরের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন জুনিয়র তামিম। মাঠ ছাড়ার আগে ১২ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন।

লম্বা সময় পর জাতীয় দলে ফিরেও কাজে লাগাতে ব্যর্থ হন আনামুল হক বিজয়। শার্দুল ঠাকুরের দ্বিতীয় শিকার বনে ১১ বলে ৪ রান করে বিদায় নিতে হয় তাকে। এতে করে ষষ্ঠ ওভারের ভেতরই ২৮ রান তুলতেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এরপর অধিনায়ক সাকিব ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে প্রাথমিক চাপ সামাল দেয় টাইগাররা। তবে ব্যক্তিগত ৩ ও ৫ রানে দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মিরাজ। খোঁচা দিতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 

দলীয় ৫৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে বিদায় নেন মিরাজ। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলেড় বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যচ দিয়ে বসেন তিনি। বিদায়ের আগে ধীরগতিতে ২৮ বলে ১৩ রান করেন ডানহাতি এই ব্যাটার।

উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব-হৃদয়। পঞ্চম উইকেট তারা দুজনে মিলে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়েন। এর মাঝে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ৫৫তম ফিফটি। তবে ৮৫ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮০ রানে থেমে যায় তার ইনিংস।

সাকিব ফেরার পর শামিম উইকেটে আসেন। বলা যায়, এলেন আর গেলেন। মাঝের সময়টুকুতে ৫ বল খেলে করেছেন ১ রান। জাদেজার ফ্লাইট মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়া এই ব্যাটার আছেন বাজে ফর্মের মধ্যে। আজ সুযোগ ছিল আরও একবার ফেরার। তবে পারেননি। উল্টো ভুল সময়ে আউট হয়ে দলকে অলআউটের শঙ্কায় ফেলেছিলেন।

সেই শঙ্কার মেঘ কেটেছে হৃদয়ের ব্যাটে। আসরের শুরুটা ভালো হয়নি তার। টানা তিন ম্যাচে ছিলেন ব্যর্থ। তবে শেষটা রানে রাঙাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলের হয়ে একাই লড়াই করেছিলেন। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। এবার আরও একবার এই মাইলফলক ছুঁলেন তিনি। তাতে খরচ করেছেন ৭৭ বল। অবশ্য ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪২তম ওভারে শামিকে পুল করতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়েছেন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮১ বলে ৫৪ রান।

আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন লোয়ার অর্ডার ব্যাটাররা। বিশেষ করে নাসুম আহমেদ। তবে তার দুরন্ত ইনিংসের শেষটা হয়েছে হতাশাময়। প্রসিধ কৃষ্ণাকে ড্রাইভ করতে চেয়েছিলেন, তবে সে লেংথে ছিল না ঠিক বলটি। ইনসাইড-এজে লেগে মাটিতে পড়ার পর গিয়ে লেগ স্টাম্পে আঘাত করেছে বল। ৪৫ রানেই শেষ হয় নাসুমের লড়াই।

এরপর শেষদিকে তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে ভালোই ফিনিশিং দিয়েছে শেখ মেহেদি। তাতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলে বাংলাদেশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |