ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগ থেকেই একের পর এক বিতর্কে জর্জরিত আয়োজক দেশ ভারত। পাকিস্তানের ভিসা জটিলতা, বারবার সূচি ও ভেন্যু পরিবর্তন, নিরাপত্তা ইস্যু, দর্শক শূন্যতা সব মিলিয়ে বিতর্কের বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারছে না স্বাগতিকরা।
রাজনৈতিক দ্বন্দ্ব থাকার কারণে পাকিস্তানের প্রতি ভারতের অবহেলাটা সবসময়ই চোখে পড়ার মতো। আর সে কারণেই হয়তো পাকিস্তান দলকে বিশ্বকাপের ভিসা দিতে বেশ অনীহাই যেন কাজ করেছিল তাদের।
অংশ নেওয়া দলগুলোর বিশ্বকাপের দেশে পৌঁছানোর ডেডলাইনের একদিন আগে ভারতের ভিসা পেয়েছিল পাকিস্তান। অবস্থাটা এমন ছিল যে অনেক অনিচ্ছা স্বত্বেও পাকিস্তান দলকে ভারতে আসার অনুমতি দিতে হয়েছে ভারত সরকার।
তবে পাকিস্তানের ভিসা পাওয়ার রাস্তাটা সহজ ছিল না। আইসিসির দ্বারস্থ হওয়ার পরই ভারতে ঢোকার অনুমতিপত্র মিলে ছিল তাদের।
ইতোমধ্যেই বিশ্বকাপের চারটি ম্যাচ সম্পন্ন হয়ে গেছে। এমন সময় আরও একবার বিতর্কের মুখে পড়তে হয়েছে আয়োজকদের। বিতর্ক সেই আগের ভিসা ইস্যু নিয়েই।
বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের সাংবাদিক ও ক্রিকেটপ্রেমীরা আসছেন ভারতে। সবার ভিসা ঠিকঠাক মতো দেওয়া হলেও ব্যতিক্রম কেবল পাকিস্তানের বেলায়।
অভিযোগ উঠেছে পাকিস্তানের সাংবাদিকদের বিশ্বকাপ কভার করতে আর দেশটির ক্রিকেটভক্তদের ভারতের ভিসা দিতে গড়িমসি করছে স্বাগতিক দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর বিষয়টিতে বেশ ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জানা গেছে, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে আইসিসির স্মরণাপন্ন হয়েছে পিসিবি। অভিযোগ আমলে নিয়ে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।