ডাচদের গুঁড়িয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ , ০৮:৩২ পিএম


বাংলাদেশ
ছবি- সংগৃহীত

চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো রশিদ-মুজিবরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ নভেম্বর) লখনৌতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রানের পুঁজি দাঁড় করায় ডাচরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখে ৩১ দশমিক ৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

এ জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট হয়েছে আফগানদের। সমান ৮ পয়েন্ট নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার। এর অর্থ বড় দলগুলোর সঙ্গে সেমির দৌড়ে ভালোভাবেই এগোচ্ছে আফগানরা।

বিজ্ঞাপন

১৮০ রানে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৫ রানের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ (১০) আর ইব্রাহিম জাদরানকে (২০) হারায় দলটি। তবে রহমত শাহ এবং অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির ফিফটিতে সহজ জয় নিশ্চিত হয় আফগানদের।

যদিও ৮ বাউন্ডারিতে ৫৪ বলে ৫২ রানে ফেরেন রহমত। তবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন শাহিদি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ রানে। অন্যপ্রান্তে ২৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই মুজিবের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি।

বিজ্ঞাপন

দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ম্যাক্স ওদাউদ ও কলিন একারম্যান। শুরু ধাক্কা সামলে দলকে টেনে নেওয়ার চেষ্টা চালান তারা। তবে দলীয় ৭৩ রানে রান আউটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪২ রানে ওদাউদ সাজঘরে ফিরলে ফের চাপে পড়ে ডাচরা।

এরপর আর বড় জুটি গড়তে পারেনি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা দলটি। ৩ উইকেটে স্কোরবোর্ডে ৯২ রান তোলার পর ১৩৪ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ডাচরা। আফগান স্পিনারদের ঘূর্ণিতে যাওয়া-আসার মাঝেই ছিলেন ডাচ ব্যাটাররা।

তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় রানের চাকা এগিয়ে নেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। আফগান স্পিন ফাঁদের মাঝেও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এ ব্যাটার দলীয় ১৫২ রানে রান-আউট হয়ে ফিরলে শেষ পর্যন্ত ১৭৯ রানের পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস।

আফগানদের হয়ে মোহাম্মদ নবী শিকার করেন ৩ উইকেট। নূর আহমেদ দুটি এবং মুজিব উর রহমান একটি উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission