চ্যাম্পিয়নস ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ১২:২৯ পিএম


আফগানিস্তান
ছবি- সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির মিশন। যাকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) আইসিসির দল ঘোষণার শেষ দিনে দল ঘোষণা করেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের নেতৃত্ব দেবেন হাশমতুল্লাহ শহিদির হাতে। তার ডেপুটি হিসেবে থাকছেন রহমত শাহ।

এ ছাড়াও চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে দলে ফিরছেন  ইব্রাহিম জাদরান। ২০২৪ সালের জুন থেকে গোড়ালির চোটে জাতীয় দলের বাইরে ছিলেন এই ওপেনার ব্যাটার। তবে এখন পুরোপুরি সুস্থ তিনি।

বিজ্ঞাপন

আফগানিস্তানের দলে সবচেয়ে বড় চমক গজনফর। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন এই রহস্যময় স্পিনার। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমক দেখানো হার্ডহিটার ব্যাটার সেদিকুল্লাহ আতালও আছেন ১৫ সদস্যের স্কোয়াডে।  

গজনফরকে নেওয়ায় বাদ দিতে হয়েছে মুজিব উর রহমানকে। চিকিৎসকের পরামর্শে তাকে দলের বাইরে রাখতে হচ্ছে। ইনজুরি কাটিয়ে ফেরা মুজিবকে আপাতত টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা ১০ খেলোয়াড় ডাক পেয়েছেন আফগানিস্তানের স্কোয়াডে। আর সেই দলে থাকা মুজিব ছাড়াও বাদ পড়েছেন নাভিন-উল-হক, রিয়াজ হাসান, আবদুল রহমান, নজিবুল্লাহ জাদরান। আর রিজার্ভ হিসেবে যাচ্ছেন দারউইস রাসুলি, নানগয়াল খারোতি এবং বিলাল সামি।  

বিজ্ঞাপন

আফগানিস্তান আগামী চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘বি’-তে আছে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২১ ফেব্রুয়ারি করাচিতে তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর লাহোরে ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে আফগানরা।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএম গজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকী, নাভিদ জাদরান এবং ফরিদ আহমদ মালিক।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission