সেমিফাইনালের ভেন্যু নিয়ে ‘নয়-ছয়’ করছে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ , ০৯:০৩ এএম


ভারত
ছবি- সংগৃহীত

ভারতের মাটিতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে বিশ্বকাপ শুরুর আগে থেকেই সূচির নানা পরিবর্তনে সমালোচনার মুখে পড়ে আইসিসি। বিশেষ করে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে সংস্থাটিকে।

বিজ্ঞাপন

এদিকে নিজ দেশে বিশ্বকাপ হওয়ায় ভারতও বাড়তি সুবিধা নিচ্ছে। এরই মধ্যে দশ দলের ভেতর প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত-কোহলিরা। তবে, এখনো নিশ্চিত হয়নি সেমিতে ভারতের প্রতিপক্ষ হবে কোন দল। আর সেজন্যই থমকে আছে তাদের সেমিফাইনাল খেলার ভেন্যুও! 

আইসিসির নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপ সেমিফাইনালে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল মোকাবেলা করবে চতুর্থ স্থানে থাকা দলের। অন্য সেমিতে পয়েন্ট তালিকার দুই ও তিন নম্বর দল লড়বে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের জন্য।  

শীর্ষে থাকা ভারত মোকাবিলা করবে চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখা দলের সঙ্গে। আর চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পাওয়ার দৌড়ে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। যার ফলে স্বাগতিকদের প্রতিপক্ষ কে হচ্ছে তা এখনও বলা যাচ্ছে না।  

আর এরই মধ্যে দ্বিতীয় ও তৃতীয় জায়গা দখল করে নিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে তারা জিতলেও দুই ও তিনে থেকেই তারা শেষ করবে। ফলে একটি সেমিফাইনালে মুখোমুখি হবে অজি ও প্রোটিয়ারা। তবে বিপত্তিটা ঘটেছে অন্য জায়গায়। 

পাকিস্তান সেমিতে উঠলে সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে ভারতের সঙ্গে হতে যাচ্ছে খেলা। আর তাদের ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। কেননা বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান তাদের নির্ধারিত পাঁচটি ভেন্যুর তালিকা আইসিসিকে দিয়েছিল, যেখানে ছিল না মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামের নাম। 

সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচটি হবে মুম্বাইতে। তবে পাকিস্তান যদি সেমিতে উঠতে ব্যর্থ হলে ভারত ও কিউই অথবা আফগানদের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি হবে মুম্বাইতে। তখন প্রোটিয়া ও অজিদের সেমিফাইনালটি হবে কলকাতায়।

তাই টানটান উত্তেজনাপূর্ণ এ টুর্নামেন্টের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চার সেমিফাইনালিস্টের মধ্যে কারা কোথায় খেলছে সেটি জানার জন্য। তবে আয়োজকের সর্বোচ্চ সুবিধা নিয়ে ভারত যে সমালোচনার মুখে পড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission