ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিয়ে যা বললেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:১৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। পরদিন ভারত ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারত ছাড়াও নিউজিল্যান্ড ও পাকিস্তানকে মোকাবিলা করবে টাইগাররা।

বিজ্ঞাপন

তাই গ্রুপ পর্বে পার করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করাটা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং। শক্তি ও পরিসংখ্যান সবদিক থেকেই বাংলাদেশের থেকে এগিয়ে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।

ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীও মনে করেন বাংলাদেশের জন্য সেমিতে যাওয়াটা অসম্ভব ব্যাপারই। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন তিনি। তবে নিউজিল্যান্ডের সামর্থ্য আছে নিজেদের দিনে যে কাউকে হারানোর বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

শাস্ত্রী বলেন, আমি ভারত এবং পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। দলটিতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি ওই গ্রুপ থেকে এই দুই দলেরই যাওয়া উচিত।

নিউজিল্যান্ডকে নিয়ে তিনি বলেন, নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকে আপসেট করতে পারবে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ। তাই অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত-পাকিস্তানকে এগিয়ে রাখব।

আরও পড়ুন

হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে অপরটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

আট দলের লড়াইয়ে গ্রুপপর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ গ্রহণকারী দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |